চায়না ১ টাকা বাংলাদেশের কত টাকা

চায়না ১ টাকা বাংলাদেশের কত টাকা-২০২৫

চীন বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটি। যা বিশ্বের দ্বিতীয় রপ্তানিকারক দেশ হিসাবে পরিচিত। আর তাদের এই সাফল্যের পেছনে রয়েছে তাদের অভিনব উৎপাদন কৌশল। আজকের এই নিবন্ধনে আপনি জেনে নিতে পারবেন চায়না ১ টাকা বাংলাদেশের কত টাকা এবং চীন সম্পর্কিত সকল অজানা তথ্য। 

চায়না ১ টাকা বাংলাদেশের কত টাকা

চায়না অথবা চীন, যেখানে সরকারি মুদ্রা হিসাবে ব্যবহার করা হয় ইউয়ান। অর্থাৎ ১ ইউয়ান সমান বাংলাদেশী মুদ্রা প্রায় ১৬ টাকা ৮৫ পয়সা।

ইউয়ান( চীন)টাকা(বাংলাদেশ)
১ টাকা১৬ টাকা ৫৮ পয়সা
৫ টাকা৮২ টাকা ৯০ পয়সা
৫০ টাকা৮২৯ টাকা
১০০ টাকা১ হাজার ৬৫৮ টাকা
১,০০০ টাকা১৬ হাজার ৫৮০ টাকা
১০,০০০ টাকা১ লাখ ১৬ হাজার ৫৮০ টাকা

বিনিময় হারকে প্রভাবিত করার ক্ষেত্র সমূহ

যেকোনো দেশের মুদ্রার বিনিময় হার কে প্রভাবিত করে থাকে সেই দেশের অর্থনৈতিক, ভৌগলিক, রাজনৈতিক, মুদ্রাস্ফীতি এবং সুদের হার। এইসব বিষয় মুদ্রারার বিনিময় মূল্যকে কিভাবে প্রভাবিত করে থাকে? 

অর্থনৈতিক

চায়না ১ টাকা বাংলাদেশের কত টাকা? মুদ্রার এই বিনিময় মূল্যে চীনার অর্থনীতিক অবস্থা মুদ্রার বিনিময়ের মান নিয়ন্ত্রণে কিভাবে কাজ করে বা মুদ্রার রুপান্তর এর ক্ষেত্রে একটি দেশের অর্থনীতি কতটুকু প্রভাব বিস্তার করে।

সে ক্ষেত্রে বলা যায় একটি দেশের মুদ্রা বিনিময়ে সে দেশের অর্থনীতি মূলে থাকে। কেননা একটি দেশের মুদ্রা বিনিময় হার নির্ভর করে সে দেশের অর্থনীতির অবস্থার ওপর। কোনো দেশের অর্থনীতির কাঠামো শক্তিশালী হলে সে দেশের জনগণের জীবনযাত্রার মানও উন্নত হয়ে থাকে।

যেমন চীন মার্কিন যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় শক্তিশালী অর্থনীতির দেশ। চীন তার বিশাল অর্থনীতি এবং একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসাবে ভূমিকা রাখার পাশাপাশি প্রায়শই বাংলাদেশের তুলনায় একটি শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে ভূমিকা পালন করে। এছাড়া তাদের অর্থনীতি টেক্সটাইল এবং কৃষির মতো খাতের উপর বেশ উন্নত। 

ভৌগলিক

চীনার ভৌগোলিক অবস্থা চায়না ১ টাকা বাংলাদেশের কত টাকা সে ক্ষেত্রে কতটুকু প্রভাব ফেলে? চীন একটি পর্বতময় দেশ। যার মোট আয়তনের দুই-তৃতীয়াংশ পর্বত আর ছোট পাহাড় এবং মালভূমি নিয়ে গঠিত।

তাছাড়া সঠিকভাবে বলতে গেলে চীনের ৩৩% উঁচু পর্বত, ২৬% মালভূমি, ১৯% অববাহিকা, ১২% সমতলভূমি এবং প্রায় ১০% ক্ষুদ্র পাহাড়। তাদের প্রকৃতির এই ভৌগোলিক অবস্থা কৃষি ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। তবে চীনে রয়েছে  কয়েক মিলিয়ন বছর আগে সৃষ্টি ছিংহাই-তিব্বত মালভূমি।

রাজনৈতিক

একটি দেশের রাজনৈতিক ব্যবস্থায় যদি কখনো  কখনো পর্যাপ্ত স্বচ্ছতা না থাকে তাহলে সে দেশের উপর বিনিয়োগকারীদের আস্থা কমে। এতে দেশটিতে বিনিয়োগকারী দের সংখ্যা কমতে শুরু করে। যার ফলে দেশটির অর্থনীতি বড় আকারের ক্ষতির সম্মুখীন হতে পারে। চায়না ১ টাকা বাংলাদেশের কত টাকা মুদ্রার বিনিময় মূল্য কে সবসময় সেই দেশের রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড বিশেষ ভাবে প্রভাবিত করে থাকে।

সে ক্ষেত্রে চীনের রাজনৈতিক ব্যবস্থার কথা বলতে গেলে সেখানে  কখনো কখনো রাজনৈতিক অস্বচ্ছলতা দেখা দেয়। যা চীনের সরকারি মুদ্রা ইউয়ানের মানের উপর নেতিবাচক প্রভাব সৃষ্টি করে।

 মুদ্রাস্ফীতি

চায়না ১ টাকা বাংলাদেশের কত টাকা এই বিষয়টিকে বিশেষ ভাবে প্রভাবিত করে মুদ্রাস্ফীতি বা inflation. যা একটি দেশের মুদ্রার ক্রয়ক্ষমতা এবং exchange rate কে সরাসরি প্রভাবিত করে থাকে।

যেমন কোনো দেশে মুদ্রাস্ফীতি যদি বেড়ে যায়, তখন সেই দেশের মুদ্রার ক্রয়ক্ষমতা কমে যায়। আর এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের কাছে মুদ্রার আকর্ষণ ক্রমশ কমতে থাকে, যা মুদ্রার মানকে নিচে নামিয়ে দেয়।

তাছাড়া মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে দেশীয় পণ্যের দামও বৃদ্ধি পায়, যা একটি দেশের রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতাকে হ্রাস করে এবং আন্তর্জাতিক পণ্যের বাজারে উচ্চ মূল্যের কারণে রপ্তানি কমে যায়। যার সাতে আমদানি বাড়ে। এই বৈষম্য মুদ্রার চাহিদা কমিয়ে দেয়, ফলে বিনিময় হার দুর্বল হয়।

সুদের হার

সুদের হার মুদ্রার বিনিময় মূল্যকে কিভাবে প্রভাবিত করে থাকে। একটি দেশের সুদের হার বৃদ্ধি পেলে, সেই দেশের মুদ্রা বিনিময় হার বৃদ্ধি পায়। এবং সুদের হার কমে গেলে সাধারণত বিনিয়োগ এবং খরচ বাড়ে। যা মুদ্রার ক্রয়ক্ষমতাকে দুর্বল করে। ফলে বিনিময় হার কমে যেতে পারে।

চীনের আয়তন ও জনসংখ্যা 

বিশ্বের সবচেয়ে বেশি উৎপাদনকারী দেশ চীন যার আয়তন প্রায় ৯৫ লাখ ৯৬ হাজার ৯৬১ বর্গকিলোমিটার বা ৩৭ লাখ ৫ হাজার ৪০৭ বর্গমাইল। 

জনসংখ্যার কথা বলতে গেলে চীন হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি জনবহুল দেশ।যেখানে বসবাস করে প্রায় ১.৪১ বিলিয়ন। সে ক্ষেত্রে বলা যায় জনসংখ্যার দিক থেকে চীন বিশ্বের প্রথম তম অবস্থানে অবস্থান করছে।

চীন নাম এর উৎপত্তি 

চীনারা পূর্বে  তাদের দেশকে চুংকুও নামে ডাকেত। যার অর্থ মধ্যদেশ বা মধ্যবর্তী রাজ্য। পরবর্তীতে চীন নামটি বিদেশীদের দেওয়া নাম থেকে নেওয়া হয়। তাছাড়া খ্রিস্টপূর্ব ৩য় শতকের দিকে চিন রাজ-বংশের নামের বিকৃত রূপ হিসেবে চিন শব্দটি ব্যবহার করা হয়।

শেষ কথা

চায়না ১ টাকা বাংলাদেশের কত টাকা তাছাড়া বিশ্বের সকল দেশের মুদ্রা প্রতিদিনের সকল আপডেট পেতে আমাদের সাইটে ভিজিত করেন।

আরো পড়ুন: বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top